গাজীপুর টঙ্গীর সাহারা মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভানোর সময় আহত ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। নুরুল হুদা আগুনে দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি ছিলেন।
এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদও মারা গিয়েছিলেন। ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিনির্বাপণের সময় এক প্রখর বিস্ফোরণে চারজন ফায়ার ফাইটার ও কয়েকজন দোকানদার দগ্ধ হন। আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং অন্যান্যদের চিকিৎসা চলমান রয়েছে।
নুরুল হুদা ২০০৭ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। তার জন্মস্থান ময়মনসিংহের গফরগাঁও। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আহত আরও একজন ফায়ার কর্মকর্তা জান্নাতুল নাঈম বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ক্রিটিকাল অবস্থায় চিকিৎসাধীন।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আহতদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com