নিজস্ব প্রতিবেদক ।
কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত যান চলাচল
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আগামী ছয় দিন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সময়কাল হবে ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলে যান চলাচল সীমিত থাকবে। প্রয়োজনে ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের চাপ অনুযায়ী যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
কর্ণফুলী টানেলটি ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, যার মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। ২০২৩ সালের ২৯ অক্টোবর উদ্বোধনের পর থেকে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে টানেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com