নিজস্ব প্রতিবেদক ।
ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ বাজিয়ে শোনা হলো
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা শেখ হাসিনার জব্দ করা কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনান।
সাক্ষ্যগ্রহণের সময় গণমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হয়। শোনানো ফোনালাপগুলোর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও তার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে দুটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে একটি। এসব আলাপচারিতায় জুলাই অভ্যুত্থান দমন সংক্রান্ত শেখ হাসিনার নির্দেশনার বিষয়গুলো উঠে এসেছে।
মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি। প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপ-পরিচালক মো. জানে আলম খান, পরে উপ-পরিচালক মো. আলমগীর (পিপিএম) তদন্ত সম্পন্ন করেন। বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মে ১২ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং ৩১ মে সম্পূরক অভিযোগ দেওয়া হয়। ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে আবেদন মঞ্জুর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com