প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২০, ১০:০৬ পি.এম
কলাপাড়া উপজেলায় অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ।।
মোঃ শাহাবুদ্দিন স্টাফ রিপোর্টার ঃ:-কলাপাড়া উপজেলার মহিপুর থানা ধিন মনোহরপুর গ্রামের স্থানীয় প্রভাবশালী মোঃইউসুফ তালুকদারের ছেলে মেহেদী হাসান (২০)এবং একই এলাকার মোঃ আবুল মহরির ছেলে মোঃআব্দুর রহমান (১২)পূর্ব মনোহরপুর ভেরি বাঁধে সরকারের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে।
বানায়নটি মহিপুর বন বিভাগের তত্ত্বাবধানে। গত ০৩/১১/২০২০ ইং তারিখে এলাকার একটি প্রভাবশালী মহল অপরিপক্ক গাছগুলো কাটিয়া নেয়। স্থানীয় কিছু সংখ্যক লোক গাছগুলো কাটতে নিষেধ করলে প্রভাবশালীরা বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায় এবং হুমকি দেয়। পরবর্তীতে মহিপুর বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার প্রমাণ পায়।তারা ঘটনাস্থলে গিয়ে ৪টি বাবলা গাছ কাটিয়া নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, ভেরিবাদের উপর সরকারি তত্ত্বাবধায়নে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে তার মধ্যে বাবলা গাছ রয়েছে। বেরিবাধ থেকে চারটি বাবলা গাছ প্রতিটি গাছের উচ্চতা ৫-৬ ফুট হবে এবং এক ফুট মোট সাইজের গাছ গুলো অবৈধভাবে কাটিয়া নেয় স্থানীয় একদল প্রভাবশালী। সংবাদকর্মী গণ মহিপুর বন কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন মহিপুর রেঞ্জের বিট কর্মকর্তা আবুল হাসান মুহাম্মাদ ঈসা কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ।
তিনি গাছগুলো স্থানীয়দের জিম্মায় রেখেছেন , তিনি আরো বলেন, অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলে মুঠোফোনে জানান।এ ব্যাপারে সংবাদকর্মী গন মোঃ মেহেদী হাসান কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla