ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ বড়াল, ধর্ম শিক্ষক মাওলানা মো: হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, গাভা ইউনিয়নের ছাত্রদল নেতা মো: মাসুম, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সভার সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু তাঁর বক্তৃতায় বলেন, “সকলকে মহানবীর আদর্শ অনুসরণ ও অনুকরণ করতে হবে। বেশী নবীজীর জীবনী পড়তে ও জানতে হবে। মহানবী (স:) সকল নবীর সরদার ছিলেন। তিনি সকল মানুষের হেদায়েতের জন্য শান্তির দূত হিসাবে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন। তিনি সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না। তিনি ছিলেন রহমাতুল্লিল আল আমীন।”
বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপি মহানবী (স:) এর জীবনী নিয়ে আলোচনা, বক্তৃতা প্রতিযোগীতা, কোরআন তেলোয়াত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। তিনটি ইভেন্টে ১২জন শিক্ষার্থীদের মাঝে প্ররষ্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল প্রতিযোগীদের মধ্যে শান্তনা পুরষ্কার তুলে দেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। দোয় ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম শিক্ষক মাওলানা মো: হাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com