বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলা।
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সারা ন্যায় ২৮ শে সেপ্টেম্বর রবিবার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিনে পুজা মন্ডপে
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ২০২৫ দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার(২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে চার দিনব্যাপি এ উৎসব পালিত হয়।
দ্বীপক চ্দ্র দাস বলেন দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবিকে অসময়ে জাগ্রত করে পূজা করেন।
বোরহান উদ্দিন কেন্দ্রীয় মন্দির।
দাস পাড়া মন্দিরের পুরোহিত (তারাপদ চক্রবর্তী)
এদিকে, পূজাকে আনন্দমুখর করে তুলতে বোরহানউদ্দিনে ২০ টি মন্দিরের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন পূজা মন্ডপ।
বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ বিল্টু চন্দ্র দাস বলেন, বোরহানউদ্দিন উপজেলার ২০টি পূজামণ্ডপ স্থাপনের কাজ শেষে হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আনসার ব্যাটালিয়ন সদস্যরা পাহারা থাকবে
২০টি পূজা মন্ডলে হাফ টন করে চাউল বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করবে আশ্বস্ত করেছে। শারদীয় পূজা নির্বিঘ্নে করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন মাত্র অপেক্ষা ষষ্ঠী পূজার। এ ব্যাপারে বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার মোঃ সিদ্দিকুর রহমান জানান আসন্ন শারদীয় দুর্গা পূজা যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায় উৎসব পালন করতে পারে এজন্য সকল পূজা মন্ডবে পুলিশ মোতায়ন থাকবে, পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়ন থাকবে।
এদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসব সুন্দরভাবে পালন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র্্যাব, আনসার, ব্যাটলিয়ান সদস্যরা পূজা মন্ডলে দায়িত্ব পালন করবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের টিম পূজা মন্ডবে পাহারায় থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com