কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
দীর্ঘদিন পর কলাপাড়ায় নতুন ইউএনও হিসেবে কাউছার হামিদ যোগদান করেছেন। এতে উপজেলা প্রশাসনসহ জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সোমবার দুপুরে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
রবিবার ২৮ সেপ্টেম্বর বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুমিল্লার লাকসাম উপজেলার ইউএনও কাউছার হামিদকে কলাপাড়া ইউএনও হিসেবে পদায়ন করার তথ্য সোমবার দুপুরের দিকে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম'র বদলীজনিত কারনে দীর্ঘ আড়াই মাস পদটি শূন্য থাকে। সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক একাধারে ইউএনও, উপজেলা প্রশাসক ও কলাপাড়া পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তাঁর আর্থিক ক্ষমতা না থাকায় প্রশাসনিক স্থবিরতা দেখা দেয়ার পর জেলা প্রশাসন তাঁকে আর্থিক ক্ষমতা প্রদান করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com