জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়ে নয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। এর আগে ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনে যোগ দেন এবং বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের সমাধানের বিষয় তুলে ধরেন।
এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন তিনি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকট নিরসনের একমাত্র পথ উল্লেখ করে সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন।
সফরের সময় অধ্যাপক ইউনূস বৈঠক করেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রাণী ম্যাথিল্ড, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের সঙ্গে। তিনি আলবেনিয়া, কসোভো, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইতালি ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এছাড়া বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ক্লাব ডি মাদ্রিদের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল থেয়ারওয়ার্ল্ড আয়োজিত গ্লোবাল এডুকেশন ডিনার, যেখানে অধ্যাপক ইউনূসকে দেওয়া হয় ‘আনলক বিগ চেইঞ্জ অ্যাওয়ার্ড’।
যুক্তরাষ্ট্র ত্যাগের আগে ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার, ১ অক্টোবর সকাল ৯টা ১০ মিনিট) তিনি জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এসময় তাকে বিদায় জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন ও ডা. তাসনিম জারা, এবং যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেন জামায়াত নেতা নকিবুর রহমান তারেক।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com