কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বয়স্কভাতা, বিধবাভাতা, গর্ভবতীভাতা দেওয়ার নাম করে অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
অভিযোগ রয়েছে, সরকারি ভাতাভোগীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে টাকা নেন। কিন্তু ভাতার টাকা বা কার্ড না দিয়েই অনেক ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে হয়রানি করছেন। তবুও ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এখনও বহাল তবিয়তেই আছেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, অসহায়দের ভাগ্য নিয়ে ব্যবসা করছেন কাইয়ুম মেম্বার। তারা দ্রুত এই দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com