এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।
নৌবাহিনী অভিযানে বরগুনার তালতলিতে চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৪ অক্টোবার) রাতে তালতলী উপজেলাধীন কড়াইবাড়িয়া বাজার হতে নৌ গোয়েন্দা তৎপরতায় ও গোপন তথ্যের ভিত্তিতে মোঃ সোহাগ ভূইয়া (২৮) কে আটক করা হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তির মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
উক্ত ব্যক্তি অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এবং চিহ্নিত মাদক (ইয়াবা) ব্যবসায়ী।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ২৭০ পিস ইয়াবা, ০১ টি মোবাইল ও ০১ টি মোটরসাইকেলসহ আসামিকে তালতলী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com