আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর পশ্চিম সোনাখালী গ্রামে রবিবার সকাল সাড়ে ১০টার সময় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১৩ জনকে পিটিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে,উপজেলার পশ্চিমসোনাখালী গ্রামে আব্দুস সালামপ্যাদা গংদের সাথেএকই বংশের ইউছুফ প্যাদা গংদের সাথে সোনাখালী মৌজার জে এল নং ২৩এর খতিয়ান নং৩৬৫ এর ৩ একর ৮৮শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
রবিবার সকাল সাড়ে ১০টার সময় ইউছুফ প্যাদা গংরাভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে দেশিয় অস্র ও লাঠিসোটা নিয়ে জমি দখল করতে যায়।এসময় আব্দুস সালাম প্যাদা গংরা জমি দখলে বাধা দিলে ইউছুফ প্যাদা গংরা মো.জাহিদুল (২৫)আল আমিন (২৬) কাওসার প্যাদা (৩০)হালিমা খাতুন (৫২) জুলেখা(৫০) আব্দুস সালাম প্যাদা(৬৫) জড়না বেগম (৩৭) শাহিনুর (২৭)কে বিরোধীয় জমিতে বসেই দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায় ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে জাহিদুল (২৫) আল আমিন (২৬) কাওসার প্যাদা (৩০)হালিমা খাতুন (৫২)জুলেখা গুরুতর আহত হয়।এদের মধ্যে গুরুতর আহত জাহিদুল (২৫) কাওসার প্যাদা(৩০)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অপরপক্ষের দুধাল প্যাদা জানান,তাদের জমিতে তারা প্রবেশ করলে তার ভাইসহ ৫ জনকে মারধোর করে আহত করেছে আব্দুস সালাম প্যাদারা। আহতরা হলেন, ইউছুফ প্যাদা (৫৫) হারুন প্যাদা (৪৫) জাহাঙ্গির প্যাদা (৪০) শাহাবুদ্দিন প্যাদা (৩৬)খোকন প্যাদা (১৯)আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডাঃনিখিল চন্দ্র শীল বলেন আহতদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম গুরুতর আঘাত পাওয়া গেছে।আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন,এবিষয় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com