কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। “সবুজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশচ্ এ স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন বাতিঘরথর উদ্দোগে গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর লেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হামিদ। এ সময় সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে তিন শতাধিক কৃঞ্চচুড়া, রাধা চুড়া, সোনালু, অর্জুন সহ বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধী গাছ রোপন করা হয়।
অনুষ্ঠানে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, মহিপুর এসআরএসবিএস সমিতির সভাপতি মোঃ সোহাগ হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন "আলোকিত কুয়াকাটা"র প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আনু, বাতিঘরের সভাপতি মোঃ ইলিয়াস রেজা, সহ সভাপতি রফিকুল ইসলাম মন্টু, হস্ত শিল্পী আ. ছত্তার ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
সেচ্ছাসেবী সংগঠন “বাতিঘরচ্ এর সভাপতি ইলিয়াস রেজা বলেন, নিজ অর্থায়নে সংগঠনের সদস্যরা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন। আমাদের ধারাবাহিক সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নিয়েছি। যা চলমান থাকবে।
বাতিঘর সংগঠনের সহ সভাপতি ও আলোকিত কুয়াকাটা'র সম্পাদক আনেয়ার হোসেন আনু জানান, বৃক্ষ রোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সহ “বাতিঘরচ্ সংগঠনটি সমুদ্র উপকূলে নানা সামাজিক কাজের উদ্যোগ নিয়েছে। এমন সামাজিক কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হামিদ বলেন, বাতিঘর সংগঠনের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচী একটি অনন্য উদ্যোগ। এটি অত্যন্ত ভালো কাজ। এ ধরনের ভালো কাজে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com