মো.নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত ও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দোকানের পাশে অবস্থিত মসজিদের দেয়ালে আগুন লেগে ক্ষতিগ্রস্থ হয়। উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বীপাড়া নতুনবাজার এলাকায় রবিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় মসজিদের মোয়াজ্জেম নেছার উদ্দিন ফজরের আজান দেওয়ার সময় আগুনের লেলিহান শিখা দেখে মাইকযোগে এলাকাবাসীকে ডাকেন। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মধ্যে হাবিবুর রহমান, আল-আমিন ও বাচ্চু পঞ্চায়েতের দোকান পুরোপুরি পুড়ে গেছে। মো.মিজান ও আ: রাজ্জাকের দোকান আংশিক পুড়ে গেছে। এতে দোকান মালিকদের প্রায় ৪০ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন, রাত সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনটি দোকান পুরোপুরি পুড়ে গেছে, তবে আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। ওই ৫ দোকান মালিকদের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ ৩ হাজার টাকা ও ২ প্যাকেট করে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনে সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক ঘটনা স্থান পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তকে অবহিত করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক সিন্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের ঢেউটিন, নগদ টাকা ও শুকনো খাবার বিতরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com