আবুল বাশার ভোলা প্রতিনিধি।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে উদয়ন মডেল সরকারি প্রাথমিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন শুভসংঘের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক জুন্নু রায়হান।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল বাশার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক নেত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
এসময় বসুন্ধরা শুভসংঘ এবং বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মামুন অটল, কামরুল ইসলাম, সৌরভী আক্তার নিপা, তাসলিমা বেগম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দেশব্যাপী জনকল্যাণমুখী নানা কর্মসূচি পালিত হয়েছে আসছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা বিশেষভাবে উল্লেখযোগ্য। এজন্য তারা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।
বোরহানউদ্দিন বসুন্ধরা শুভসংঘের অন্যতম সংঘঠক মো: ফারুক হোসেন জানান, প্রশিক্ষণ কেন্দ্রে আগামী তিন মাস ব্যাপী অসহায় অস্বচ্ছল ১৫ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনা মূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।
প্রশিক্ষণের সুযোগ পেয়ে নারীরা বসুন্ধরা গ্রুপের প্রধান আহমেদ আকবর সোবহানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com