আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চাল
‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুতির পর দ্রুত উদ্ধার ও মেরামত
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার পর সারা দেশের রেল যোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। তবে, দ্রুত উদ্ধার কাজের ফলে আজ (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী রায় জানিয়েছেন, সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে সিলেটের মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার ফলে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে এবং সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দ্রুত উদ্ধার ও মেরামত কাজ
রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সকাল সাড়ে ৯টার দিকে একটি লাইন সচল করা সম্ভব হয়। এরপর আটকে থাকা ‘কালনী এক্সপ্রেস’ সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে, এবং অন্যান্য ট্রেন চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হয়।
দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ও তদন্ত
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী রায় জানান, এই দুর্ঘটনায় ট্রেনের চালকসহ পাঁচজন সামান্য আহত হয়েছেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোগলাবাজার স্টেশন মাস্টার জসিম উদ্দিন দুর্ঘটনার কারণ সম্পর্কে বলেন, “যে লাইনে ট্রেনটির থামার কথা ছিল, চালক সেটি অতিক্রম করে চালিয়ে যাওয়ায় লাইনচ্যুতির ঘটনা ঘটে।”
রেলওয়ের পক্ষ থেকে দুর্ঘটনার পর একটি প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রেল যোগাযোগের দ্রুত পুনরুদ্ধার
উল্লেখযোগ্য যে, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই ঘটনায় সিলেট, চট্টগ্রাম ও অন্যান্য অঞ্চলের যাত্রীদের যাত্রা বিঘ্নিত হওয়ায় রেলওয়ের কর্মকর্তারা তাদের দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com