কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এম এ জলিল তালুকদারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সদ্য যোগদানকৃত প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদ নিজামকে বরণ করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টিয়াখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ সোবহান বিশ্বাস, মোঃ তৈয়ব আলী, আব্দুর রব জমাদ্দার, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ মাসুম বিল্লাহ, সাখাওয়াত হোসেন মাসুদ, মোঃ খলিল মল্লিক, সৈয়দ জাহিদুল ইসলাম দুদল, মোছাঃ সালমা বেগম, নাহিদ আক্তার মুক্তা বেগম, সাবেক ইউপি সদস্য রফিক তালুকদার, মোঃ কালাম সিকদার ও মোঃ কবির তালুকদার, উদ্যোক্তা জুরান মিস্ত্রি, অফিস সহায়ক কাউসার শরীফ সহ ইউনিয়নের চৌকিদার ও দফাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা এম এ জলিল তালুকদার বলেন, “টিয়াখালী ইউনিয়নে দায়িত্ব পালনকালে সকলের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। এ সময় নবাগত প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদ নিজাম সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com