কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় দিনব্যাপী নানা আয়োজনে "বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চোখ পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শঙ্কর প্রসাদ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) মো. বশিরুজ্জামান, শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স কলাপাড়া) এম এ হান্নান, অফিসার (সিসিএইচ ব্র্যাক কলাপাড়া) আজিজুল ইসলাম আজিজ উপস্থিত ছিলেন। এছাড়া স্বাস্থ্য কমপেক্সের সকল মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মীরা এবং জনসাধারণ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com