কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী সমাজসেবা, মানবিক কার্যক্রম ও মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে রিও অ্যাওয়ার্ড এবং প্রগতি মানবতা অ্যাওয়ার্ড লাভ করেছে। শনিবার বিকালে কলাপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু। তিনি সংগঠনের বিভিন্ন মানবিক উদ্যোগ ও সামাজিক অবদানকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা কলাপাড়াবাসী শুধু একটি সংগঠন নয়, এটি কলাপাড়ার তরুণদের মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই পুরস্কার তাদের সদস্যদের আন্তরিক পরিশ্রম, ঐক্য ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। ভবিষ্যতেও তারা মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com