গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর রাজেন্দ্রপুরের মোঃ সেলিম কোন রকম পরিবার নিয়ে দিন যাপন করতেন। কিন্তু ফ্যাসিস্ট সরকারের একজন নামধারী ব্যক্তি মিথ্যা মামলার বেড়াজালে ফেলে একে একে কয়েকটি মামলায় জেল হাজত খাটিয়ে তাকে নিঃশ্ব করে দিয়েছেন। এমতাবস্থায় তিনি তার পরিবার পরিজন নিয়ে দিন যাপন করতে ও কষ্ট সাধ্য হচ্ছে। এই সকল মিথ্যা মামলার প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ও জাতীয় মানবাধিকার কমিশনের বরাবর ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন করেন। নিম্নে তার আবেদনর হুবহু তুলে ধরা হয়েছে।
যথাবিহীত সম্মান প্রদর্শন পুবক বিনীত নিবেদক এই যে আমি মোঃ সেলিম পিতা মৃত আবুল বাশার বর্তমান ও স্থায়ী ঠিকানাঃ সাং ধরনী চালা, পোস্টঃ রাজেন্দ্রপুর ক্যান্ট, থানাঃ জয়দেবপুর, উপজেলাঃ গাজীপুর সদর, গাজীপুর।
আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার দপ্তরে হাজির হয়ে অভিযোগ দাখিল করিতেছি যে বিবাদী মোঃ নুরুল ইসলাম শেখ তৎকালীন সময়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন যাহার নাম্বার ৯৮/৩৭/২০২১ মহামান্য আদালত বিবাদীর পিটিশনটি আমলে নিয়ে তৎকালীন সময় বাংলাদেশের সর্বোচ্চ সংস্থা কে তদন্ত করিয়া প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
এই পিটিশনটি তদন্ত করেছেন জেলা পিবিআই গাজীপুর, তদন্ত শেষ করে মহামান্য হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন।
জেলা পিবিআইর প্রতিবেদনে রিপোর্টের উপর মহামান্য হাইকোর্টে বিবাদী পরপর দুইবার শুনানি করান যার তারিখ প্রথম শুনানি হয় ১৯/৭/২০২৩ দ্বিতীয় শুনানি হয় ২৫/৭/২০২৩ মহামান্য হাইকোর্টের একটি ব্রাঞ্চ শুনানির পর রায় এবং আদেশ দেন ২৭/৮/২০২৩। প্রতিবেদনের আলোকে রায় এবং আদেশের আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন সর্বোচ্চ সংস্থাকে।
সেখানে দেখা গেছে বিবাদী নিজে প্রতিবেদনের রিপোর্ট মহামান্য হাইকোর্টের রায় এবং আদেশ আদালত কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের সাথে আমাকে ৬ নং আসামি হিসেবে অভিযুক্ত করেন যাহার মামলা নাম্বার ৯/৩/২০২৪ এবং আমাকে গ্রেফতার করিয়া নির্যাতন নিপীড়ন করিয়া জোরপূর্বক জবানবন্দী নিয়ে দীর্ঘ ৫৬ দিন জেল খাটাইছেন।
ন্যায় বিচারের স্বার্থে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
এমনিভাবে তিনি বিভিন্ন দপ্তরে ন্যায় বিচারের দাবিতে ঘুরে ঘুরে কোন সুরাহা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দীর্ঘ দিন যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কিন্তু তার এই সকল মামলার চক্রান্ত কারী মুল হোতা বিবাদী মোঃ নুরুল ইসলাম শেখ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হওয়া সত্ত্বেও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। বর্তমানে তিনি বিএনপির সাথে আঁতাত করে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে তার সেই পূর্বের অপকর্ম চালিয়ে যাচ্ছেন যাহা ত্যাগী বিএনপির জন্য অসুভ লক্ষন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com