ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ — ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অধ্যাদেশ প্রণয়নের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে অংশ নেওয়ার পর, সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের মুখপাত্র মো. তানজিমুল আজিজ এ তথ্য জানান।
অধ্যাদেশ প্রণয়নে গতি এসেছে
তানজিমুল আজিজ জানান, “অধ্যাদেশের কাজ এখন দ্বিতীয় ধাপে রয়েছে, যা তুলনামূলক সময়সাপেক্ষ। তবে সরকার আমাদের উদ্বেগ বিবেচনায় নিয়ে পাঁচজন নতুন কর্মকর্তা দায়িত্বে যুক্ত করেছে। এখন দ্রুত গতিতেই কাজ এগোচ্ছে। প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় ৬ হাজার ই-মেইল জমা পড়েছে, যেগুলোর যাচাই-বাছাই ও নথিভুক্তকরণ চলছে।”
তিনি আরও বলেন, “আমাদেরকে জানানো হয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে চূড়ান্ত পরামর্শ সম্পন্ন করে পরবর্তী ধাপে যাওয়া হবে। এরপর প্রতিটি ধাপ চার দিনের মধ্যে শেষ করার সম্ভাবনা রয়েছে।”
ক্যাবিনেটে উঠছে অধ্যাদেশ
আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, অধ্যাদেশের খসড়া শিগগিরই ক্যাবিনেটে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তবে সংশ্লিষ্ট উপদেষ্টাদের কেউ বিদেশ সফরে থাকলে কিছুটা বিলম্ব হতে পারে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
আন্দোলন আপাতত স্থগিত
আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে তানজিমুল আজিজ বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে আমাদের দাবির বাস্তবায়ন প্রক্রিয়া চলমান এবং ইতোমধ্যে ৮০% কাজ সম্পন্ন। তাই এখন সংযত থেকে ঐক্য বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে অপেক্ষা করা জরুরি।”
আহতদের বিষয়ে ক্ষোভ
আন্দোলনের সময় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আজিজ। তিনি বলেন, “আমাদের এক শিক্ষক একজন শিক্ষার্থীকে মারধর করেছেন, যার মাথায় সেলাই দিতে হয়েছে। আরও দুজন আহত হয়েছে, একজনের সিটি স্ক্যান করা হয়েছে। আমরা চাই, এ ঘটনার তদন্ত হোক এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।”
আশা ও উদ্বেগ একসঙ্গে
তানজিমুল আজিজ জানান, “আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করছেন, তবে অধ্যাদেশ প্রণয়নের অগ্রগতি দেখে তারা আশাবাদী। আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com