কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মধ্য টিয়াখালী গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রয়াত কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গাজী মোঃ আক্কাস উদ্দিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, হুমায়ুন কবির জুয়েল সিকদার, মোঃ কবিরুল ইসলাম মৃধা, গাজী মোঃ সুমন, মোঃ সজল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, মোঃ শামীম মিয়া এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি)।
সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির উদ্দিন হাওলাদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com