নির্বাচনে পলাতক আসামি প্রার্থী হতে পারবে না: আরপিও সংশোধন অনুমোদন
স্টাফ রিপোর্টার:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না— এমন বিধান সংযোজনসহ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান,
> “গণপ্রতিনিধিত্ব আদেশে গুরুত্বপূর্ণ কিছু সংশোধন আনা হয়েছে। ইভিএম সংক্রান্ত বিধান সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী তথা প্রতিরক্ষা কর্মবিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আদালত কর্তৃক ঘোষিত পলাতক ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।”
‘পলাতক’ বলতে কাকে বোঝায়
এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন,
> “আদালত যখন কাউকে হাজির হওয়ার নির্দেশ দেয়, বিজ্ঞপ্তি দেয়, কিন্তু সে হাজির না হয়—তখন আদালত তাকে পলাতক ঘোষণা করে। বিচার চলাকালীন সময়ে যিনি অনুপস্থিত থাকেন, তিনিও পলাতক হিসেবে গণ্য হবেন।”
প্রার্থীদের আর্থিক স্বচ্ছতা বাধ্যতামূলক
সংশোধিত আরপিও অনুযায়ী প্রার্থীদের দেশি-বিদেশি আয়ের উৎস ও সম্পদের বিবরণ হলফনামায় দিতে হবে। এই তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, ভোটাররা অনলাইনে জানতে পারবেন কোন প্রার্থীর কত সম্পদ ও আয়ের উৎস রয়েছে।
জামানত বাড়ল, যুক্ত হলো ‘না ভোট’ বিধান
নতুন সংশোধনে প্রার্থীদের নির্বাচনি জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া একক প্রার্থী থাকলেও ‘না ভোট’ প্রদানের সুযোগ থাকবে।
জোটভুক্ত প্রার্থীর জন্য নতুন নিয়ম
জোটভুক্ত হলেও কোনো প্রার্থীকে এখন থেকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। আগে জোটের বড় বা জনপ্রিয় দলের প্রতীকে ভোট করার সুযোগ থাকলেও, এবার তা বাতিল করা হয়েছে।
আসিফ নজরুল বলেন,
> “এতে ভোটাররা স্পষ্টভাবে বুঝতে পারবেন প্রার্থী কোন দলের প্রতিনিধি।”
প্রবাসীদের ডাকযোগে ভোটের সুযোগ
সংশোধিত আরপিওতে প্রবাসী বাংলাদেশি, সরকারি কর্মকর্তা, কারা হেফাজতে থাকা ও নির্বাচনকাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।
এবার থেকে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম চালু হবে, যেখানে অনলাইনে নিবন্ধন শেষে ডাকযোগে ভোট দেওয়া যাবে।
ভোট গণনায় সাংবাদিকদের উপস্থিতি ও অনুদান নিয়ম
নতুন আরপিওতে ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার বিধান যুক্ত করা হয়েছে।
এছাড়া রাজনৈতিক দলকে ৫০ হাজার টাকার বেশি অনুদান শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে এবং অনুদানদাতাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।
অনিয়মে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে
আসিফ নজরুল জানান,
> “নির্বাচনে গুরুতর অনিয়ম হলে প্রয়োজনবোধে নির্বাচন কমিশন এখন পুরো আসনের ভোট বাতিল করতে পারবে।”
উল্লেখ্য, সংশোধিত আরপিও বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য নিয়েছে সরকার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com