নির্বাচন পিছানোর চেষ্টা করছে কিছু দল—এটা ঠিক হচ্ছে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিবের অভিযোগ, কিছু রাজনৈতিক দল সঠিক সময়ে নির্বাচন না চাওয়ার চেষ্টা করছে
স্টাফ রিপোর্টার:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল সচেতনভাবে নির্বাচন পিছানোর চেষ্টা করছে, যা ঠিক নয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতার মনোভাব নিয়েই বিএনপি কাজ করছে, যাতে নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,
> “আমাদের যে অন্তর্বর্তী সরকার, আমরা তাকে সহযোগিতা করে একটি জায়গায় আসার চেষ্টা করছি, যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আমি কোনো দল বা ব্যক্তিকে দোষ দিতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করছি—কিছু রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয়, তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না।”
‘দেশের ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর’
বিএনপি মহাসচিব বলেন,
> “দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা—সবকিছুই নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকারের ওপর। যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তারাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
তিনি জাতীয় সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে বলেন,
> “অল্প সময়ের মধ্যেই কমিশন কিছু সংস্কারমূলক কাজ সম্পন্ন করেছে—এটা পরিবর্তনের পরে খুবই প্রয়োজনীয় ছিল।”
‘সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম’
মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় সংস্কারের রাজনীতি করেছে।
> “আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আমরা এই সংস্কারগুলো এনেছি। ২০১৬ সালে ম্যাডাম খালেদা জিয়া দিয়েছিলেন ভিশন–২০৩০, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন ১৯ দফা কর্মসূচি। বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে—একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরে এনেছিলেন প্রেসিডেন্ট জিয়া।”
তিনি আরও বলেন,
> “গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার—সবকিছুই প্রেসিডেন্ট জিয়া প্রতিষ্ঠা করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় সরকারব্যবস্থা চালু করেন। মেয়েদের বিনা খরচে মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া, নারী অধিদপ্তর প্রতিষ্ঠা, নারীদের চাকরির সুযোগ—সবই বিএনপির অবদান।”
‘বিএনপিকে ভিলেন হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে’
মির্জা ফখরুল অভিযোগ করেন,
> “এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি একটি ‘ভিলেন’। আমি বিস্মিত হই। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে, তা বিএনপির হাত দিয়েই হয়েছে—জনগণের হাত দিয়েই হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হয়েছে।”
‘জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না’
বিএনপির মহাসচিব বলেন,
> “প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। এমনকি তাঁর মাজারও তুলে নিতে চেয়েছিল। কিন্তু পারেনি। কারণ জিয়াউর রহমান ক্ষণজন্মা নেতা—যাকে আল্লাহ পাঠিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য। তাঁকে এত সহজে মুছে ফেলা যায় না।”
সভায় বিএনপি নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com