✍ প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা
📅 তারিখ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | ঢাকা
---
সাবহেড:
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন আপাতত স্থগিত করেছে সরকার। প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
---
বিস্তারিত:
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডর মো. নুর-ই-আজম।
তিনি শুক্রবার গণমাধ্যমকে বলেন,
> “সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপনটি আপাতত স্থগিত করেছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে পুনরায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে ১২ অক্টোবর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করেছিল। ঘোষণার পর থেকেই বাংলাদেশ বিমানসহ কয়েকটি এয়ারলাইন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল।
তবে প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্তে আপাতত সেই প্রস্তুতি থমকে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার মূল উদ্দেশ্য ছিল পর্যটন খাতের সম্প্রসারণ ও আঞ্চলিক বিমান যোগাযোগের উন্নয়ন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সব প্রস্তুতি শেষ হলে নতুন তারিখে পুনরায় আন্তর্জাতিক ঘোষণার প্রজ্ঞাপন জারি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com