একক নয়, জোটবদ্ধভাবেই জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান
ঢাকা, (দৈনিক ক্রাইম বাংলা):
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে নয়, বরং আরও কয়েকটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে। তিনি বলেন, “দেশ ও জাতির স্বার্থে আমরা সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে চাই। যথাসময়ে জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়নের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।”
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দেশে ফেরেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয়। আমরা সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।”
তিনি জানান, গত ১৯ অক্টোবর ওমরার উদ্দেশে দেশত্যাগের পর তিন দিনেই ওমরাহ সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে পৌঁছান। সেখানে সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে জামায়াত আমির বলেন, “প্রবাসীদের ভোটাধিকার আদায়ের দাবিটা আমরাই প্রথম তুলেছি, সেটি এখন বাস্তবায়নের পথে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, এবারই প্রথম প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু কারিগরি সমস্যার কারণে অনেকেই নিবন্ধন করতে পারেননি।”
তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়ে বলেন, “কমপক্ষে আরও ১৫ দিন সময় বাড়ানো উচিত। একজন নাগরিকের এনআইডি ও বৈধ পাসপোর্ট থাকলেই প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য যথেষ্ট প্রমাণ হওয়া উচিত।”
প্রবাসীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় সংসদ ও সরকার পরিচালনায় প্রবাসীদের অংশগ্রহণ সময়ের দাবি। হয়তো সময় লাগবে, তবে একদিন তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে তিনি বলেন, “আমেরিকা, যুক্তরাজ্য ও তুরস্ক সফরের সময় আমরা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্মানজনক সম্পর্ক স্থাপনের বার্তা দিয়েছি। সর্বত্র বাংলাদেশ ও জামায়াতের প্রতি আগ্রহ ও সম্মান লক্ষ্য করেছি।”
বিএনপির মনোনয়ন ঘোষণার প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা দিয়েছে, তবে সেটি চূড়ান্ত নয়। আমাদেরও আঞ্চলিক পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সময়মতো আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।”
লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে তিনি হেসে বলেন, “আপনি শুনেছেন, আমি শুনিনি।”
এ সময় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, হামিদুর রহমান আযাদ, রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com