
নিজস্ব প্রতিবেদক | দৈনিক ক্রাইম বাংলা | ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) নির্ধারিত দিনে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ নির্দেশ দেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার জালিয়াতির মাধ্যমে চুরি করা হয়। পরে সেই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার চুরির ঘটনা হিসেবে বিবেচিত।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক হ্যাকারদের পাশাপাশি দেশের ভেতরের একটি চক্রও এই চুরির সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।
ওই বছরের ১৫ মার্চ, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
মামলাটি করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারায় এবং তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৪ ও ৩৭৯ ধারায়।
প্রায় নয় বছর পেরিয়ে গেলেও তদন্তের কোনো চূড়ান্ত ফলাফল না আসায় আর্থিক খাতসহ সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
সুশীল সমাজের নেতৃবৃন্দ বলছেন, “যে ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com