
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এরশাদ উল্লাহসহ আরও দুইজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেল এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়—
“চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগে গেলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা এরশাদের পায়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।”
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন,
“এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা এসে গুলি করে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে এরশাদ উল্লাহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। সেই সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে বিএনপি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহকে মনোনয়ন দেয়। এর মাত্র দুই দিন পরই এই হামলার ঘটনা ঘটল।
দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে এরশাদ উল্লাহর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com