ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৬ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের ঘোষণা দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, প্রার্থীদের জন্য মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলিয়োযোদ্ধা (মুক্তিযোদ্ধা) ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।
তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
এ সময় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন,
“আজ থেকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন—কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে পূরণের মাধ্যমে এবং সংগঠনের মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।”
তিনি আরও জানান, অনলাইন ও সরাসরি উভয় পদ্ধতিতে ফরম সংগ্রহের সুযোগ রাখায় প্রার্থীদের অংশগ্রহণ সহজ হবে।
“দলীয় মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায়সংগত ও অংশগ্রহণমূলক রাখতেই আমরা এই উদ্যোগ নিয়েছি,” বলেন ডা. তাসনিম জারা।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি এবার সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং তরুণ প্রজন্ম, নারী ও পেশাজীবীদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা নিয়েছে দলটি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com