শুক্রবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৬ নভেম্বর ২০২৫
তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সরকারি বার্তায় নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে নিম্নলিখিত এলাকায়—
কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও পার্শ্ববর্তী এলাকা।
এই সময়ের মধ্যে সব শ্রেণির গ্রাহক—আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে,
> “পাইপলাইনের নিরাপত্তা ও কার্যকারিতা বজায় রাখতে এই রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত জরুরি। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।”
কোম্পানির এক কর্মকর্তা বলেন, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গ্যাসচালিত চুলা ও যন্ত্রপাতি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
তিতাসের অনুরোধ
তিতাস গ্যাস গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালে গ্যাসের চাপ হ্রাস বা সাময়িক গ্যাস ওঠানামা হতে পারে।
গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, চুলা জ্বালানোর আগে লাইন পরীক্ষা করে নেওয়ার জন্য এবং রক্ষণাবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে গ্যাসচালিত যন্ত্র ব্যবহার না করতে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com