ইসির প্রস্তুতি সম্পন্ন, ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন
ঢাকা, শুক্রবার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির আর কোনো প্রতিবন্ধকতা নেই, সব প্রস্তুতি শতভাগ সম্পন্ন।
বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,
> “ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিদেশ থেকে আনা ভোটের কালি এসে পৌঁছেছে—যা নির্বাচন প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোটের আগে প্রয়োজনীয় প্রায় সব মৌলিক কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আব্দুর রহমানেল মাছউদ বলেন,
> “শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয়, বরং দেশের সার্বিক স্থিতিশীলতার জন্যও অপরিহার্য। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করার পর থেকেই ভোটের আমেজ তৈরি হয়েছে। মাঠে সবাই নামলে পরিবেশ আরও উন্নত হবে।”
তিনি আরও বলেন,
> “আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া দেশে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এবারের নির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে।”
গত কয়েকটি নির্বাচনে অনিয়মের কারণে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠাই এবারের কমিশনের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
> “ভালো নির্বাচন করা ছাড়া আমাদের বিকল্প নেই। জাতির স্বার্থে, জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য এবারের ভোটকে উৎসবে পরিণত করাই আমাদের লক্ষ্য,” — বলেন কমিশনার।
তফসিল ঘোষণার আগেই প্রস্তুতি শেষ
ইসি সচিবালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, আইন সংশোধন, ভোটার তালিকা হালনাগাদসহ মৌলিক প্রস্তুতির কাজ নভেম্বরের মধ্যেই শেষ হবে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন
তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩০ জন
গত দুই মাসে (১ সেপ্টেম্বর–৩১ অক্টোবর) ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, এর আগে ১৭ নভেম্বর পর্যন্ত থাকবে দাবি-আপত্তি জানানোর সুযোগ।
নতুন বিধানসহ আরপিও সংশোধন
নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার (৩ নভেম্বর)। এতে যুক্ত হয়েছে বেশ কিছু যুগান্তকারী বিধান—
আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবেন না।
সশস্ত্র বাহিনী ও কোস্টগার্ডকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘না ভোট’ পুনরায় চালু করা হয়েছে।
সমান ভোট পেলে লটারির পরিবর্তে পুনঃভোট হবে।
জোটগত নির্বাচনে নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচনী জামানত নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি দেড় লাখ টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড।
তিন নতুন দলের নিবন্ধন
নির্বাচনের আগে ইসি নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে—
১. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – প্রতীক: শাপলা কলি
২. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) – প্রতীক: কাঁচি
৩. বাংলাদেশ আম জনগণ পার্টি – প্রতীক: হ্যান্ডশেক
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আগামী ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সময় নির্ধারণ করা হয়েছে।
প্রবাসী ভোটারদের জন্য নতুন ব্যবস্থা
ইসি সচিব জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। কতদিন পর্যন্ত নিবন্ধন খোলা থাকবে, তা উদ্বোধনের সময় ঘোষণা করা হবে।
ইসি জানিয়েছে, সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতা করার আহ্বান জানানো হবে।
---
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com