দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
পাবনা প্রতিনিধি:
দুদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন।
পৌঁছানোর পর জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে তিনি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন।
রাষ্ট্রপতির এ সফরের মূল উদ্দেশ্য তাঁর মা-বাবার কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করা। সফরকালে তিনি স্থানীয় বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন বলে জানা গেছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের এই সফরকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com