সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একই পদক্ষেপ নেওয়ার পরদিন, শুক্রবার (৭ নভেম্বর) এই সিদ্ধান্তের ঘোষণা দেয় ওয়াশিংটন ও লন্ডন। খবর রয়টার্সের।
শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ও একই সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানিয়েছে সংস্থাটি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সঙ্গে মাদকবিরোধী অভিযান, রাসায়নিক অস্ত্র নির্মূল এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা করতে ও দেশটির নতুন সরকারের অগ্রগতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আল-শারার পাশাপাশি সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুজনই এতদিন আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্টতার অভিযোগে আর্থিক নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছিল, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আল-কায়েদার মধ্যে এখন আর সক্রিয় সম্পর্ক নেই—এই কারণেই আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। জাতিসংঘের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ইইউ-ও পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের পর ক্ষমতা গ্রহণ করেন আহমদ আল-শারা। সাবেক এইচটিএস নেতা আল-শারা জানুয়ারি থেকে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন এবং বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন।
চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন আল-শারা। এটি সম্পন্ন হলে, সেটিই হবে যুক্তরাষ্ট্রে কোনও সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম হোয়াইট হাউজ সফর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com