মোঃ জালাল হোসেন।।
নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী বাসষ্টান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন রাজনৈতিক কার্য্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯নভেম্বর) বিকেলে ভারশোঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।
প্রধাণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের মান্দা উপজেলা শাখার সভাপতি এরফান আলী, কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান আনিচসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এলাকার মানুষের সেবা, যোগাযোগ ও কার্যক্রমকে আরও গতিশীল করতে এই নতুন কার্য্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধাণ অতিথি তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশে দেলুয়াবাড়ী বাসষ্টান্ডে এই নতুন অফিস স্থানীয় জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি করবে। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে জাতীয়তাবাদী সমবায় দলের কুশুম্বা ইউনিয়নের সভাপতি ও মান্দা উপজেলা শাখার বনও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কুশুম্বা ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বিদ্যুৎ, কুশুম্বা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, শ্রমিকদলের মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ,আয়নাল হক, ময়নুল হক মেম্বার, নান্নু মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান, যুবনেতা শরীফ উদ্দীন, শফিকুল হক মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com