রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন
স্টাফ রিপোর্টার | ঢাকা | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, “ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর আমরা পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট সেখানে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ফাঁকা ছিল এবং আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যানচলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com