📰 জুলাই গণঅভ্যুত্থানের আহত গাজী সালাউদ্দিন মারা গেছেন
নারায়ণগঞ্জ, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অধিবাসী, শিক্ষক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা গাজী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রোববার রাত ১০টার দিকে জেলার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গাজী সালাউদ্দীন জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের পাশে দাঁড়ান এবং আন্দোলনে অংশগ্রহণের সময় স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। এ আঘাতের কারণে তার ডান চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায়, বাম চোখের দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়। আহত অবস্থাতেই দীর্ঘদিন জীবন যাপন করতে হয়েছিল। তার গলায় আটকে থাকা স্প্লিন্টার অপসারণ ঝুঁকিপূর্ণ হওয়ায়, অবশেষে শ্বাসকষ্ট থেকে মৃত্যুর ঘটনা ঘটে।
তার ছেলে রাতুল বলেন,
> “আমার বাবা সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। ওনি দেশের জন্য জীবন দিয়েছিলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।”
গাজী সালাউদ্দীনের জানাজা সোমবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজার এলাকার স্থানীয় কবরস্থানে অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন বলেন,
> “গাজী সালাউদ্দীন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। সম্প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের আওতায় তাকে একটি মুদি দোকান দেওয়া হয়েছিল—জীবনটা নতুনভাবে শুরু করার আশায়। বিভিন্ন সময় তিনি হুমকির মুখোমুখি হয়েছেন, কিন্তু সংগ্রাম চালিয়ে গেছেন।”
ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে মীর স্নিগ্ধ, শহীদ মীর মুগ্ধের ভাই, লিখেছেন,
> “জুলাই শহীদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। এই তালিকা কবে থামবে—কেউ জানে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
গাজী সালাউদ্দীন শুধু একজন শিক্ষক ছিলেন না, বরং জুলাই গণঅভ্যুত্থানের নিঃস্বার্থ যোদ্ধা হিসেবেও পরিচিত। স্বজনেরা জানান, তিনি জীবনের শেষ পর্যন্ত দেশ ও ছাত্রদের জন্য নিবেদিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com