মোঃ জালাল হোসেন।।
মঙ্গলবার(১১ নভেম্বর) বিকেল চারটায় মান্দার কয়লাবাড়ী গ্রামে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠনে অংশ নেন। এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতায় তিনি তাঁদের দীর্ঘদিনের নদীভাঙনজনিত দুর্ভোগ, ঘরবাড়ি হারানোর বেদনা ও জীবন–সংগ্রামের করুণ বাস্তবতা মনোযোগ সহকারে শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের মান্দা থানা সভাপতি মুকুল, সমবায় দলের মান্দা থানা সহ-সভাপতি এনামুল, সমবায় দলের কাশোপাড়া ইউনিয়ন সভাপতি চঞ্চলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে ডাঃ টিপু বলেন, “মানুষের দুর্ভোগ কোনো রাজনৈতিক রঙ দেখে না। নদীভাঙন মান্দার মানুষের দীর্ঘশ্বাস হয়ে আছে বহুদিন। ব্লক স্থাপন, মেট্রেসিং ও বেঁড়িবাঁধ সংস্কারের মাধ্যমে এই অঞ্চলের স্থায়ী সমাধান করা হবে—ইনশাআল্লাহ।”
তিনি আরও আশ্বাস দেন, নির্বাচিত হলে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী প্রকল্প গ্রহণের পাশাপাশি স্থানীয় মানুষের পুনর্বাসন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
এলাকাবাসীরা ডাঃ টিপুর বক্তব্য ও আশ্বাসকে স্বস্তিদায়ক প্রত্যাশা হিসেবে দেখছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com