নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
দেশের রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন নির্বাচনী প্রক্রিয়া ঘিরে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
“গণতন্ত্রের পথে উত্তরণের সুযোগ এসেছে” — ফখরুল
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন,
> “দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভ্রান্তি ও অনিশ্চয়তা বাড়ছে। রাজনীতি এমন এক অবস্থায় পৌঁছেছে যা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না।”
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কাঠামো স্থিতিশীল করতে কাজ করলেও তা জনগণের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—এটি এখনই বলা কঠিন।
২০২৬ সালের নির্বাচনের প্রসঙ্গ
ফখরুল জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তবে একটি গোষ্ঠী “পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করতে এবং অনিশ্চয়তা সৃষ্টি করতে সক্রিয়”—এমন অভিযোগও করেন তিনি।
তার মতে, জনগণের ইচ্ছা প্রতিফলন ও অর্থনীতি–আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একটি নির্বাচিত সরকার অপরিহার্য।
মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনার অভিযোগ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার প্রাক্কালে দেশে আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন,
> “রায় ঘোষণার আগেই বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। একটি মহল এই ইস্যু কেন্দ্র করে নৈরাজ্যের চেষ্টা করছে।”
এ পরিস্থিতিতে তিনি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।
ভাসানীর আদর্শ অনুসরণের তাগিদ
মির্জা ফখরুল তাঁর বক্তব্যে মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করে বলেন,
> “স্বাধীনতার স্বপ্ন ও কল্যাণরাষ্ট্র নির্মাণের চিন্তা নিয়ে ভাসানী যে পথ দেখিয়েছিলেন, তা আজও প্রাসঙ্গিক।”
তার মতে, বর্তমান সংকটময় রাজনীতি মোকাবিলায় ভাসানীর রাষ্ট্রচিন্তা অনুসরণ জরুরি।
সভায় উপস্থিত ছিলেন যারা
আলোচনা সভায় অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সৈয়দ ময়াজ্জেম হোসেন আলালসহ আরও কয়েকজন নেতা বক্তব্য রাখেন।
জাতীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত ও আলোচনা সভার আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com