আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা
আনসার ও ভিডিপির জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে। এটি আগের থেকেই আলোচনায় ছিল এবং এবার অনুমোদন দেওয়া হলো। ক্রয় প্রক্রিয়াটি অত্যন্ত সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক মূল্যে সম্পন্ন হবে।”
বডি ক্যামেরা কেনা—সংখ্যা কমতে পারে
বৈঠকে বডি ক্যামেরা কেনা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে অর্থ উপদেষ্টা জানান, “বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। শুরুতে সংখ্যাটা খুব বেশি ছিল। আমরা বলেছি, রেশনাল করতে হবে—অর্থাৎ যুক্তিসঙ্গত পরিমাণে নামাতে হবে। কত কমবে এখনই বলা যাবে না; প্রস্তাব এলে জানা যাবে।”
তিনি আরও জানান, বডি ক্যামেরা প্রথমে কেবল স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবহারের সুপারিশ করা হয়েছে। “সব জায়গায় বডি ক্যামেরা দেওয়া সম্ভব নয়। এগুলো মনিটরিং ও ব্যবহারের বিষয় আছে। নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেই এগোবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।”
চাল–গম আমদানি ও রোহিঙ্গাদের জন্য স্থাপনা নির্মাণের অনুমোদন
রমজান সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে চাল ও গম আমদানির সিদ্ধান্তও অনুমোদন দিয়েছে কমিটি। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
“নির্বাচনের জন্য নয়”—অর্থ উপদেষ্টা
আনসারের জন্য শটগান কেনা নির্বাচনকে সামনে রেখে কি না—এমন প্রশ্নের জবাবে ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, “না, এটি নির্বাচনকেন্দ্রিক সিদ্ধান্ত নয়। আগেই আলোচনা চলছিল। আগের ক্রয়ের তুলনায় এবার দাম অনেক প্রতিযোগিতামূলক।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com