আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও জানালেন প্রধান উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন অংশ নিতে পারবে না বলে আবারও স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং দলটির নিবন্ধন স্থগিত হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস-মিনিস্টার প্যাস্কেল গ্রোটেনহুইসের সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, “বিগত স্বৈরশাসনের অধীনে হওয়া তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা বিপুলসংখ্যক তরুণ এবার প্রথমবারের মতো ভোটের অধিকার প্রয়োগ করবে। এটি আমাদের সবার জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত।”
তিনি আরও উল্লেখ করেন, উত্থানের সময় যেসব তরুণ ঢাকা ও অন্যান্য শহরের দেয়ালচিত্রে পরিবর্তনের বার্তা লিখেছিলেন, তারাই এবার ভোট কেন্দ্রে আসবে।
আওয়ামী লীগের অনুপস্থিতি সম্পর্কে তিনি বলেন, “দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।”
অন্তর্বর্তী সরকারের লক্ষ্য তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনেই সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, বিশেষ করে কৃষি, প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং যুব উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই নেতা একমত হন।
যুব ও নারী উদ্যোক্তাদের জন্য একটি সোশ্যাল বিজনেস ফান্ড তৈরির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
নেদারল্যান্ডসের ভাইস-মিনিস্টার বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করে বলেন, “অন্তর্বর্তী সরকার অল্প সময়ে ভোট আয়োজনের জন্য যে প্রস্তুতি নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি বাংলাদেশের নতুন শ্রম আইনেরও উচ্চ প্রশংসা করেন এবং জানান, এটি নেদারল্যান্ডসসহ ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি করতে সহায়ক হবে। পাশাপাশি পিপিপি খাতে সহযোগিতা বাড়াতে শিগগিরই একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
শেষে তিনি বলেন, “৫০ বছর ধরে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উন্নয়ন অংশীদার ছিল। এখন আমরা এই সম্পর্ককে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সম-অংশীদারিত্বে রূপ দিতে চাই।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com