মোঃ জালাল হোসেন, মান্দা, নওগাঁ।।
নওগাঁয় মান্দা উপজেলার শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও মাদ্রাসার সার্বিক অগ্রগতি নিয়ে গৃহীত এই বার্ষিক সমাবেশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি আখেরুজ্জান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন—
“একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়তে প্রয়োজন শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির দৃঢ় সহযোগিতা। শিক্ষার্থীদের চরিত্রগঠন থেকে ভবিষ্যৎ প্রস্তুতিমূলক শিক্ষা—সবক্ষেত্রেই অভিভাবকদের সচেতন ভূমিকা অপরিহার্য।”
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৪ আসনের ধানের শীষের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। তিনি শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন—
“শিক্ষার আলো ছড়িয়ে দিতে হলে মাদ্রাসাগুলোকে যুগোপযোগী করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন আধুনিক পাঠদান, যোগ্য শিক্ষক এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ। আমি সবসময়ই শিক্ষা খাতের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকলেছুর রহমান মোকে, সিনিয়র সহ-সভাপতি, মান্দা উপজেলা বিএনপি এরফান আলী মিঞা, সভাপতি, মান্দা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি প্রভাষক মহসিন আলী, সভাপতি, মান্দা উপজেলা কলেজ শিক্ষক সমিতি শামীম হোসাইন, যুগ্ম আহ্বায়ক, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দল আনিছুর রহমান, প্রধান শিক্ষক, দুডাঙ্গী কালিগ্রাম উচ্চ বিদ্যালয় নাছির উদ্দীন, প্রধান শিক্ষক, বালিশ বালিকা উচ্চ বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা আল-মামুন, অত্র মাদ্রাসার সুপার, শিক্ষক মণ্ডলি, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ এলাকার বিপুল জনগণ।

বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পাঠদান পদ্ধতির উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিকতা চর্চা, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখাসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে মূল্যবান আলোচনা উপস্থাপন করেন।
সমাবেশ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com