রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের বিপরীতে ইউ-লুপ ব্রিজের নিচে পার্কিং করা ভিক্টর পরিবহনের একটি বাসে বুধবার রাত ১০টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কিং করে রাখা বাস থেকে প্রথমে ধোঁয়া, পরে আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের মানুষ নিরাপদ দূরত্বে সরে যায়। আগুন লাগার কিছুক্ষণ পর বাসটির ভেতর থেকে কয়েকটি বিস্ফোরণের আওয়াজও শোনা যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। কীভাবে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হয়নি।
ঘটনার পর হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, “বাসটি কেন বা কীভাবে পুড়ল, সেটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।” পুলিশের উপস্থিত কর্মকর্তারা প্রাথমিকভাবে কোনো কারণ নিশ্চিত করতে পারেননি।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। এর আগের দিন আগারগাঁওয়ে একটি গাড়িতে আগুন, ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন, নওগাঁর রাণীনগর ও ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। এসব ঘটনার তদন্ত চলছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ রামপুরার ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। বাসটিতে অগ্নিসংযোগটি পরিকল্পিত নাশকতা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com