সশস্ত্র বাহিনী দিবস: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার সকালে ঢাকার সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিজিটর বইতে স্বাক্ষর করেন।
পরে পৃথকভাবে তিন বাহিনীর প্রধানরা তাঁদের বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
— সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
— নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান
— বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, “সশস্ত্র বাহিনী দিবসের মহিমান্বিত দিনে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।”
সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com