পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত
পাকিস্তানে শুক্রবার সকালে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে দেশটিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে একই দিনে সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যা মধ্যম মাত্রার হিসেবে বিবেচিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
পাকিস্তান ও বাংলাদেশের এই ভূকম্পন দুটি সময়ের ব্যবধানেই হওয়ায় দুই দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়লেও বিশেষজ্ঞরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com