আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশে “নতুন ইতিহাস সৃষ্টি হবে”। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ বক্তব্য দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের লড়াই জুলুম-অত্যাচার, ফ্যাসিবাদ এবং জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে।” তিনি আরও জানান, আসন্ন নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং জনগণের ভোটের ভিত্তিতেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো ধরনের পেশিশক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, “ইসলামী দলগুলো যদি এক হতে পারে এবং সম্মিলিতভাবে ভোটের বাক্স খোলা যায়, তাহলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।”
এ ছাড়া বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বক্তারা সকল ইসলামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, ঐক্যবদ্ধ শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের এই জাতীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমান। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com