প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদক, দৈনিক ক্রাইম বাংলা
ঢাকা, ২২ নভেম্বর ২০২৫
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ বিকেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাগত অনুষ্ঠানের পর দুই নেতা প্রথমে একান্ত বৈঠকে অংশ নেন। পরে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়, যেখানে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রী।
বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সফরকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠককে উষ্ণ ও আন্তরিক বলে উল্লেখ করেছে প্রেস উইং।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com