মোঃ জালাল হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁ জেলার মান্দা উপজেলার ফতেপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হলো থ্রী স্টার ক্লাব আয়োজিত “নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া জাগানো এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে। বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন এবং খেলোয়াড় ও কর্মকর্তাদের পরিচিতির মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিশিষ্ট সামাজিক সংগঠক ডাঃ ইকরামুল বারী টিপু। বেলুন ও পায়রা উড়িয়ে তিনি টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ডাঃ টিপু তার বক্তব্যে বলেন, “যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। সুস্থ দেহ-মন গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। ফতেপুরের মতো এলাকায় এমন একটি বড় টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে এই আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মুকুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন সাজু, যুবদল নেতা মামুন, শ্রমিক দলের সেক্রেটারি জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও কয়েক হাজার দর্শক মাঠে সরাসরি খেলা উপভোগ করতে উপস্থিত হন।
আয়োজক কমিটির সদস্যরা জানান, এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত কয়েকটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচই নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পুরো প্রতিযোগিতা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য পৃথক নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের উচ্ছ্বাস, সমর্থকদের ঢাক-ঢোল আর স্লোগানে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বড় পর্দায় খেলার লাইভ সম্প্রচার, মাঠের চারপাশে ব্যানার–ফেস্টুন, এবং খেলোয়াড়দের রঙিন জার্সি মুহূর্তটিকে আরও বর্ণিল করে তোলে।
ক্রীড়ামোদী এলাকার মানুষ মনে করছেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে স্থানীয় খেলোয়াড়রা আরও দক্ষতা অর্জন করতে পারবেন এবং উপজেলা পর্যায়ে ফুটবল চর্চা আরও বেগবান হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com