মোঃ জালাল হোসেন, নওগাঁ (মান্দা) প্রতিনিধি।।
নওগাঁ–৪ (মান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু বলেছেন,
“বিগত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন ও লুটপাটে ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনরায় গড়ে তুলতে হলে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীকে ব্যক্তিস্বার্থ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র পুনর্গঠনের এই সংগ্রাম শুধু দলের নয়—এটি সমগ্র জনগণের আন্দোলন।”
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৪ নভেম্বর) মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে মহিলা দলের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,নারীর সম্পৃক্ততা ছাড়া গণতন্ত্র সুসংহত নয়—
“বাংলাদেশের রাজনীতি ও উন্নয়নে নারীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। অথচ তাদের যথাযথ অংশগ্রহণকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নই হবে রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান অঙ্গীকার। প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”

তিনি আরও বলেন,
“৩১ দফা রূপরেখা আমাদের রাষ্ট্র মেরামতের মূল নীলনকশা। এই রূপরেখা বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল হতে হবে। দুই হাতকে কর্মীর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে না পারলে পরিবর্তন সম্ভব নয়।”
সভায় নেত্রীবৃন্দের অংশগ্রহণ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লায়লা আরজুমান্দ বানু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতা হেনা ফেন্সী, সাংগঠনিক সম্পাদক ফরজিমা আক্তার সীমা, সিনিয়র যুগ্ম সম্পাদক বিলকিস আরা লাকী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিনা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, সাবেক বিএনপি নেতা আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,
“দেশের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়—এটি একটি গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকট। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন দক্ষ নেতৃত্ব, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধে প্রত্যাবর্তন।”
পরিবর্তন ও পুনর্গঠনের অঙ্গীকার-
সভা শেষে সকল নেত্রী–নেতাকর্মীরা দেশ পুনর্গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নারীদের আরও শক্তিশালী রাজনৈতিক ভূমিকার বিষয়ে একমত পোষণ করেন।
তারা আস্থার সঙ্গে বলেন,“মান্দার জনগণ পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেবে। ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বেই আগামী দিনে বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com