মোঃআসাদুজ্জামান (ভুট্টু),বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" এই স্লোগান'কে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী'র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ সংলগ্ন চত্ত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রিপা রাণী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন।
ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, থানার প্রতিনিধি এস আই মনিরুল ইসলাম প্রমূখ।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টল স্থাপন করে ৬টি কর্ণারে ভাগ করা হয়েছে। দিনব্যাপী এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারির লালিত-পালিত পশুপাখি প্রদর্শন করা হয়। এছাড়াও রয়েছে প্রাণিসম্পদ প্রযুক্তি কর্ণার ও ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প। প্রদর্শনীতে রয়েছে উন্নত জাতের গাভী, ছাগল, ভেড়া, সৌখিন পাখি'সহ বিভিন্ন প্রজাতির প্রাণী।
প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ব্যস্তবায়ন করেন, উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com