“সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের”
সংবাদ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাআল্লাহ। বিভক্ত জাতি আমরা আর দেখতে চাই না। যারা জাতিকে বিভক্ত করে, তারা জাতির দুশমন।” শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসন আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে জনগণ যাদের প্রতি আস্থা রাখবে তাদেরই বেছে নেবে। “যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে, আমরা সব রাজনৈতিক দল ও শক্তিকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চাই।”
অন্যান্য রাজনৈতিক বক্তব্যে তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল যে ‘জামায়াত ছাড়া’ জোট গঠনের কথা বলছে, তাদের উদ্দেশে তিনি বলেন, “জনগণ যদি আমাদের নির্বাচিত করে, আমরা আপনাদেরও বাদ দেবো না।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিভাজন সৃষ্টি করা গোষ্ঠী জাতির শত্রু হিসেবে কাজ করছে। তিনি বলেন, “চুরি, চাঁদাবাজি, দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা বিভক্ত জাতি চাই না।”
তিনি আরও আক্ষেপ করে বলেন, বিপুল ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও জনগণ এখনো তার প্রকৃত সুফল পায়নি। দেশের ভূগর্ভে ও সমুদ্র উপকূলে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও জাতি আজও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
শেষে জামায়াত আমির বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি। আমরা এ দেশের মাটিকে ভালোবাসি, তাই এখানেই থেকেছি, কষ্ট সহ্য করেছি।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com