মোঃ জালাল হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁ–৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তারই অংশ হিসেবে শুক্রবার বিকেল ৪টায় তেতুলিয়ার সাবাই হাটের ভাত হোন্ডা মডার্ন ক্লাব মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুকে ঘিরে অনুষ্ঠিত নির্বাচনী সভা রূপ নেয় বিশাল গণজমায়েতে।
দুপুরের পর থেকেই দলে দলে মানুষের আগমন শুরু হয়। যুবক–যুবতী, নারী–পুরুষ, কৃষক, শ্রমজীবী, দোকানদার, পেশাজীবী—সব শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে। স্লোগানে–উচ্ছ্বাসে, করতালিতে তেঁতুলিয়ার বাতাসে বইতে থাকে পরিবর্তনের আবহ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন—
“মান্দার মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার প্রেরণা। আপনাদের সঙ্গে নিয়ে আধুনিক, নিরাপদ, উন্নত মান্দা গড়াই আমার অঙ্গীকার। মানুষের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি জনগণের পাশে আছি, থাকব।”
তিনি আরও উল্লেখ করেন—
“আজকের বিশাল জনসমুদ্র প্রমাণ করছে—মান্দাবাসী পরিবর্তনের অপেক্ষায়। আর সেই পরিবর্তনের নেতৃত্ব আসবে ধানের শীষের পক্ষ থেকেই।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আখতারুজ্জামান সেলিম। তিনি বলেন—
“দেশের গণতন্ত্র, ভবিষ্যৎ এবং জনগণের অধিকার রক্ষায় এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ আর ভ্রান্ত পথে হাঁটবে না। তারা এবার সঠিক সিদ্ধান্ত নেবে—ধানের শীষেই রায় দেবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেতুলিয়া এলাকার সুপরিচিত সমাজসেবক আব্দুল জব্বার প্রামাণিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন—শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, শ্রমিক দলের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ, সমবায় দলের সভাপতি মতিন মুরাদ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রভাবশালী ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, মান্দার সড়ক–যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা–স্বাস্থ্যখাতের সফল সংস্কার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিতে ডাঃ টিপুকে বিজয়ী করা সময়ের দাবি।
সভা শেষে জনতা ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সুশৃঙ্খলভাবে স্থান ত্যাগ করেন।
পুরো আয়োজনেই ছিল শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে ভরপুর পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com